• ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল দক্ষিণ জেলা গণজাগরণ দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬, ১৫:০৩ অপরাহ্ণ
বরিশাল দক্ষিণ জেলা গণজাগরণ দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত
সংবাদটি শেয়ার করুন....

সাদ্দাম হোসেন।

গতকাল বরিশাল, ৪ জানুয়ারি ২০২৬ (রবিবার) – আছর নামাজের পর বরিশাল দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে বরিশাল দক্ষিণ জেলা জাতীয়তাবাদী গণজাগরণ দলের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গণজাগরণ দল বরিশাল দক্ষিণ জেলার সভাপতি মোঃ আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম হাসান। এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মরহুমার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
মাহফিলটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।