• ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

চরকাউয়া ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন অ্যাডঃ মজিবর রহমান সরোয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬, ২১:১৮ অপরাহ্ণ
চরকাউয়া ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন অ্যাডঃ মজিবর রহমান সরোয়ার
সংবাদটি শেয়ার করুন....

সাদ্দাম হোসেন।

চরকাউয়া ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর–৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান ফারুক, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন, বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম আব্বাস এবং বরিশাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ তৌফিকুল ইসলাম ইমরান।
এ সময় আরও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির নেতা অ্যাডভোকেট কাজী মোকলেচুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ সহিদ খান, বরিশাল জেলা ছাত্রদলের ১নং সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল তালুকদার, চরকাউয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ নাছির গাজী, চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ কবির গাজী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ হুমায়ুন মোল্লা, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আলিম সিকদার, চরকাউয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সোহাগ সিকদার, যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম হাসান, চরকাউয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক মোঃ রিপন হাওলাদার, সদস্য সচিব মোঃ রায়হান সিকদার এবং চরকাউয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ পলাশ হাওলাদার।
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করেন।