সাদ্দাম হোসেন।
চরকাউয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাগরিব বাদ ৪নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিলে কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমার রুহের শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির নেতা অ্যাডভোকেট কাজী মোকলেচুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সালাম তালুকদার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ অরিচ মিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ কামরুল মৃধা, ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব ফকির, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আলিম সিকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রায়হান সিকদার রাকিব, চরকাউয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাইদুল ইসলাম সুজন, বরিশাল সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, চরকাউয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ পলাশ হাওলাদার, যুবদল নেতা মোঃ ইসমাইল হোসেন, সাবেক ছাত্রদল নেতা মোঃ জহিরুল রাজিবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।