• ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

চরকাউয়া ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন অ্যাডঃ মজিবর রহমান সরোয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৬, ২১:৩৫ অপরাহ্ণ
চরকাউয়া ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন অ্যাডঃ মজিবর রহমান সরোয়ার
সংবাদটি শেয়ার করুন....

 

মোঃ সাদ্দাম
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আর খান ভোলা ও বরিশাল সড়কের পাশে অবস্থিত অন্তত ১০টি দোকান আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন।
অগ্নিকাণ্ডের খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বরিশাল সদর–৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির নেতা অ্যাডভোকেট কাজী মোকলেচুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ সহিদ খান, বরিশাল জেলা ছাত্রদলের ১নং সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল তালুকদার, চরকাউয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ নাছির গাজী, চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ কবির গাজী ও মোঃ কামরুল মৃধা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ হুমায়ুন মোল্লা, ৩নং ওয়ার্ড বিএনপির নেতা মোঃ ইয়াকুব মৃধা, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আলিম সিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সোহাগ সিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত পুনর্বাসনের দাবি জানান।