• ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন রিপনের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬, ২০:৪৪ অপরাহ্ণ
বরিশাল সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন রিপনের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংবাদটি শেয়ার করুন....

মোঃ সাদ্দাম হোসেন।বরিশাল সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন রিপনের মমতাময়ী মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ জানুয়ারি আছর নামাজের পর নগরীর আগরপুর রোডস্থ বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বরিশাল সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান কামাল, সভাপতি আব্দুল হক মানিক, সহ-সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আহমেদ হোসেন রিপন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা ইসলাম, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন, ক্রীড়া সম্পাদক জুবায়ের হোসেন, দপ্তর সম্পাদক মো. জুয়েল মাহমুদ, সাবেক সভাপতি মো. হানিফ ও সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন।
এছাড়াও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ বাণীর বার্তা সম্পাদক ফাহিম ফিরোজ, দৈনিক আজকের সময়ের বার্তা সম্পাদক আল আমিন গাজীসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মোনাজাতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।