• ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

তাড়াইলে OHDIR ফাউন্ডেশনের উদ্যোগে উষ্ণতার ছোঁয়া দরিদ্র ও অসহায়মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৬, ২০:০৩ অপরাহ্ণ
তাড়াইলে OHDIR ফাউন্ডেশনের উদ্যোগে উষ্ণতার ছোঁয়া দরিদ্র ও অসহায়মানুষ
সংবাদটি শেয়ার করুন....

মো. আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
শীতের তীব্র কাঁপুনে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের হৃদয়েও উষ্ণতার ছোঁয়া পৌঁছে দিল OHDIR ফাউন্ডেশন। সোমবার (১২ জানুয়ারি) সকালে আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন (AAA) ও OHDIR ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ডা. এফ. আর. ভূঁইয়া সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারের কর্মএলাকা তালজাঙ্গা ইউনিয়নের আকুবপুর গ্রামে অনুষ্ঠিত এই মানবিক কার্যক্রমে গ্রামের ৫০ জন মানুষের হাতে শীতের কম্বল পৌঁছে দেওয়া হয়।

উদ্যোগটি কেবল শীত নিবারণেই সীমাবদ্ধ থাকেনি; বরং এটি ছিল দরিদ্রদের পাশে দাঁড়ানো, তাদের প্রতি সহমর্মিতা ও সামাজিক দায়বোধের জাগরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন OHDIR ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার তন্বী খাতুন, চক্ষু চিকিৎসাসেবা প্রদানকারী মো. শাকিবুল হাসান, আকুবপুর ইউনিট ম্যানেজার মাজেদা বেগম সহ আরও অনেকে।
ডা. সিরাজুল ইসলাম বলেন, “OHDIR ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। আজকের এই ছোট উদ্যোগ অনেকের জীবনে উষ্ণতার একটি আলোকরশ্মি হয়ে যাবে। ভবিষ্যতেও আমরা মানবিক সহায়তা অব্যাহত রাখব।” তিনি American Alumni Association (AAA)-কে ধন্যবাদ জানিয়ে বলেন,আপনাদের সহযোগিতা না থাকলে এই উদ্যোগ সম্ভব হতো না। এটি প্রমাণ করে, একসাথে আমরা সমাজের ক্ষুদ্রতম মানুষের জীবনেও বড় প্রভাব ফেলতে পারি।

গ্রামের মানুষের চোখে খুশির অশ্রু, মুখে স্বস্তির হাসি এবং শীতের ঝড়ের মধ্যে কম্বল হাতে পাওয়ার আনন্দ—এই দৃশ্য প্রমাণ করে যে মানবিক সহমর্মিতা ও সম্প্রদায়ের সহায়তা কেবল তাপমাত্রা নয়, হৃদয়কেও উষ্ণ করে।