সাদ্দাম হোসেন।
সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় নগরীর ফকির বাড়ি রোডস্থ শিক্ষক ভবনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) বরিশাল আঞ্চলিক রহমান শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর–৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মোঃমনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ জিয়াউদ্দিন সিকদার জিয়া, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল মহানগরের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, বরিশাল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ দীন ইসলাম এবং বরিশাল মহানগরের যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) বরিশাল আঞ্চলিক রহমান শাখার সভাপতি সুনীল বরণ হালদার। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুল জামান আসাদ, শিক্ষক নেতা আব্দুল মালেক, আব্দুল রবসহ শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।