• ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সংবাদপত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদকের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬, ২১:২৪ অপরাহ্ণ
বরিশাল সংবাদপত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদকের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

সাদ্দাম হোসেন।

সংবাদপত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জনাব আহম্মেদ রিপনের মমতাময়ী মায়ের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আছরবাদ বরিশাল পশ্চিম কাউনিয়া এলাকার আব্দুল্লাহ দারুল কুরআন বহুমুখী মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমার আত্মার শান্তি কামনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মহান আল্লাহ তা’য়ালার দরবারে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ও সহনশীলতা দানের জন্য দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সবাই মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আমিন বলেন। 🤲