• ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫, ১৯:২৮ অপরাহ্ণ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
সংবাদটি শেয়ার করুন....

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বরিশালে আনন্দ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

বরিশাল নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয় থেকে বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

এসময় বিএনপির নেতাকর্মীরা বলেন, আমাদের স্বপ্ন পূরণের দিন আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। এইদিন আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে আসছেন। আর সেই কারণে বিএনপির নেতাকর্মী, সমর্থক সবাই আনন্দিত হয়ে বরিশালে মিছিল করেছেন। একইসাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে নির্বাচিত করতে সার্বিকভাবে সবাই কাজ করবেন বলেও জানিয়েছেন বিএনপির কর্মীরা।

আনন্দ মিছিল শেষে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।