বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর জানাজা নামাজে অংশগ্রহণ করেছেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
জানাজায় উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রার্থী অ্যাডভোকেট কাজী মোখলেছুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহীদ খান, চরকাউয়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ কামরুল মৃধা, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মোঃ হুমায়ুন মোল্লা, বিএনপি নেতা মোঃ আলিম সিকদার, আমিনুল ইসলাম সবুজ, চরকাউয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সোহাগ সিকদার, যুবদল নেতা মোঃ সাইফুল ইসলাম সুজন, চরকাউয়া ইউনিয়ন যুবদলের নেতা মোঃ ইসমাইল হোসেন এবং চরকাউয়া ইউনিয়ন তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোঃ স্বপন হাওলাদার।
নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।