• ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৬, ১৪:৫২ অপরাহ্ণ
বরিশালে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বছরের প্রথমদিনেই বরিশালের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। তিনদিনের রাষ্ট্রীয় শোক থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোন প্রকার বই উৎসব করা হয়নি।

তবে বছরের শুরুতেই বৃহস্পতিবার (০১ জানুয়ারি) কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল জেলায় প্রাক-প্রাথমিক পর্যায়ে ১ হাজার ৫৮৮টি বিদ্যালয়ে এ বছর বইয়ের চাহিদা ১১ লাখ ৬৭ হাজার ২০৮টি। এরমধ্যে ১১ লাখ ৬৪ হাজার ৬০০ নতুন বই ইতোমধ্যে পৌঁছে গেছে। বাকি ২ হাজার ৬০৮টি বই খুব শীঘ্রই পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেছেন বরিশাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা।

এছাড়া ‎বিভাগে মাধ্যমিক স্তরে বইয়ের মোট চাহিদা ৬৯ লাখ ৬১ হাজার ৯৩০টি। এরমধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ৪৭ লাখ ১০ হাজার ৫০৩টি বই বুঝে পেয়েছেন। এছাড়া কারিগরি ট্রেড, দাখিল, ভোকেশনালসহ অনান্যস্তরের মোট চাহিদা ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৬৪৬টি। আর এখন পর্যন্ত ১ কোটি ১৮ হাজার ৪৭৭টি বই পাওয়া গেছে।