নিজস্ব প্রতিবেদক, বরিশাল : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একের পর এক নেতারা পদত্যাগ করছেন। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।
মঙ্গলবার (১ জানুয়ারি) বিকেলে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র দেন তিনি।
মুশফিক উস সালেহীন এনসিপির মিডিয়া সেল সম্পাদকের দায়িত্ব পালন করতেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে মুশফিক বলেন, আমি এনসিপি থেকে পদত্যাগ করেছি। আজ বিকেল ৫টায় আহ্বায়কের কাছে অনলাইনে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।