• ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৬, ২১:৩৪ অপরাহ্ণ
কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ
সংবাদটি শেয়ার করুন....

সাদ্দাম হোসেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাশিপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) কাশিপুর ইউনিয়নের সারসী বাজারে যুবদল নেতা মোঃ রাশেদের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মোঃ রাশেদ, সাবেক সভাপতি কাশিপুর ইউনিয়ন যুবদল; মোঃ আবু তাহের খোকন মুন্সি, সাবেক সহ-সভাপতি কাশিপুর ইউনিয়ন বিএনপি; শফিকুল ইসলাম মনা, সাবেক সহ-সভাপতি কাশিপুর ইউনিয়ন যুবদল; মাহবুব হোসেন তালুকদার, বিএনপি নেতা; মোঃ কাউসার জামানসহ কাশিপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন।