• ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

চরকাউয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬, ১৩:০৫ অপরাহ্ণ
চরকাউয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই
সংবাদটি শেয়ার করুন....

সাদ্দাম হোসেন।

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইউনিয়নের ইয়ারখান এলাকায় ভোলা–বরিশাল সড়কের পাশে অবস্থিত একটি দোকান আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতের দিকে হঠাৎ করে দোকানটিতে আগুন লাগে। ক্ষতিগ্রস্তদের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে দোকানের ভেতরে থাকা সব মালামাল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়।
আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে দোকানে আগুনে পুড়ে যাওয়ার খবর শুনে বরিশাল সদর উপজেলা-৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নির্দেশে ঘটনাস্থলে ছুটে যান চরকাউয়া ইউনিয়ন বিএনপির নেতা অ্যাডভোকেট কাজী মোখলেছুর রহমান। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।