• ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ইকড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন এ্যাডঃ বিলকিস জাহান শিরিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ণ
ইকড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন এ্যাডঃ বিলকিস জাহান শিরিন
সংবাদটি শেয়ার করুন....

সাদ্দাম হোসেন।

সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের “মা”, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৪ জানুয়ারি ২০২৫) আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ বিলকিস জাহান শিরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আহাম্মেদ সোহেল মঞ্জুর সুমন।
দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।