নিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশার কারণে ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুরসহ সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল ৭টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়। হঠাৎ করেই লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। অনেকে ঘাটে লঞ্চ ছাড়ার অপেক্ষায় ছিলেন।
বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিরাপত্তা) বাবু লাল বৈদ্য জানান, রবিবার বিকাল সাড়ে ৫টা থেকে রাজধানীর সদরঘাটসহ সারা দেশের সব নৌপথে যাত্রীবাহী লঞ্চ ও নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিএ এ নির্দেশনা জারি করে।
তিনি বলেন, ‘আবহাওয়া অধিদফতরের সঙ্গে যোগাযোগ করে তাদের সতর্কবার্তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঘন কুয়াশার কারণে নৌপথে দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই এ ব্যবস্থা।’